ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, আটক ১
নরসিংদীর শিবপুর উপজেলার বাঘাবো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুণ মৃধাকে হত্যাচেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে তাকে আটক করা হয়। আটক নাহিদ (৩৫) বাঘাবো ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আ. বাতেনের ছেলে।
চেয়ারম্যান তরুন মৃধা জানান, বেলা ১১টার দিকে অফিস কক্ষে স্থানীয় একটি শালিশ চলছিল। এ সময় গোবিন্দপুর গ্রামের আ. বাতেনের ছেলে নাহিদ (৩৫) পরিষদের সামনে এসে আমাকে ও পরিষদের সচিবকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তাকে ডেকে গালিগালাজের কারণ জানতে চাইলে সে হাতে থাকা কাস্তে দিয়ে আমার গলায় পোচ মারতে যায়।তৎক্ষণাৎ শালিশে থাকা লোকজন তাকে জাপটে ধরে আমাকে রক্ষা করে। পরে তাকে অফিস কক্ষে আটকে রেখে খবর দিলে পুলিশ তাকে নিয়ে যায়।

এ ব্যাপারে শিবপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান তরুন মৃধা।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন বলেন, নাহিদকে আটক করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আইন অনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।
সঞ্জিত সাহা/এএইচ/জেআইএম