ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কৃষকের ধান কেটে বাড়ি নিয়ে মাড়াই করে দিলেন কৃষক লীগের নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২২ এপ্রিল ২০২১

চাঁদপুরের মতলব উত্তরে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন কৃষক লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে এখলাছপুর ইউনিয়নের বোস্টার পাম্প সংলগ্ন বাগের লামা বিলে তাহের মাস্টার লেতার ছেলে কৃষক মনির হোসেন লেতার ২০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে মাড়াই করে দেন তারা।

মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুকের নেতৃত্বে উপজেলা কৃষক লীগের সদস্য মোজাম্মেল হক, ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. ইলিয়াছ মিজি, এখলাছপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. হেলাল প্রধান, কৃষকলীগ নেতা মন্টু লেতাসহ ১২ জন কৃষকলীগ নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।

jagonews24

গতবছর লকডাউন চলাকালেও মতলব উত্তর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ১০০ একর জমির ধান কেটে মাড়াই করে কৃষকদের বাড়িতে পৌঁছে দেন বলে দাবি করেন কৃষক লীগের এই নেতাকর্মীরা ৷

কৃষক মনির হোসেন লেতা বলেন, ‘লকডাউনে ধান কাটার লোক খুঁজে পাচ্ছিলাম না। আজ কৃষক লীগ নেতা জি এম ফারুক তার নেতৃবৃন্দসহ এসে আমার জমির ধান কেটে দিয়েছেন। এজন্য আমি সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

jagonews24

মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা মতলব উত্তর উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে কৃষকদের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

jagonews24

উল্লেখ্য, মতলব উত্তর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী।

নজরুল ইসলাম আতিক/এসআর/জিকেএস