ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

শিবগঞ্জে অস্ত্রসহ চোরাকারবারি আটক

জেলা প্রতিনিধি | চাঁপাইনবাবগঞ্জ | প্রকাশিত: ০৪:৪৮ পিএম, ২৪ এপ্রিল ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অস্ত্রসহ ডালিম (৩৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। শুক্রবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের লস্করপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

আটক ডালিম উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের উত্তর জগন্নাথপুর গ্রামের মো. তসলিম উদ্দিনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব-৫ ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে শিবগঞ্জের সীমান্তবর্তী এলাকার কতিপয় অবৈধ অস্ত্র ব্যবসায়ী পার্শ্ববর্তী দেশ ভারত হতে বিপুল পরিমাণ অস্ত্র চোরাচালানের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল শুক্রবার রাত দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের লস্করপুর (বাটা মোড়) গ্রামের জামে মসজিদ সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে অস্ত্রসহ ডালিমকে আটক করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় তার তার কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শনিবার সকালে তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/জিকেএস