ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত দুই

জেলা প্রতিনিধি | পাবনা | প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২৪ এপ্রিল ২০২১

পাবনার সুজানগরে ট্রলি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গৃহবধূসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার সুজানগর-চিনাখড়া সড়কের কাঁঠালবাড়িয়া এলাকায় এ দুঘটনা ঘটে।

নিহতরা হলেন, সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়নের ঘোড়াদাহ গ্রামের শামীম হোসেনের স্ত্রী যুথী খাতুন (২৩) ও বেড়া উপজেলার জাতসাখিনি ইউনিয়নের শিবপুর গ্রামের রুস্তম আলীর ছেলে রতন আলী (৩৭)।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাবনার কাশীনাথপুর থেকে একটি সিমেন্ট বোঝাই ট্রলি সুজানগরের দিকে আসছিল। অন্যদিকে মোটরসাইকেলে করে এক দম্পতি চিনাখড়ার দিকে যাওয়ার সময় কাঁঠালবাড়িয়া এলাকায় পৌঁছালে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে গৃহবধূ যুথী খাতুন রাস্তায় ছিটকে পড়েন। একই সময় ট্রলির আরোহী রতন আলীও ছিটকে পড়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুদ্দোজা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রলিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

আমিন ইসলাম/আরএইচ/এমকেএইচ