যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর কান কেটে দিলেন স্বামী
প্রতীকী ছবি
পটুয়াখালীতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীর কান কেটে দেয়ার অভিযোগ উঠেছে মো. মাহাবুব আলমের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (২৬ এপ্রিল) বাউফল থানায় স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন রাবেয়া খাতুন।
মো. মাহাবুব আলম পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বিপ ইউনিয়নের চর দিয়ারা গ্রামের বাসিন্দা।
অভিযোগ সূত্রে জানা যায়, আট বছর আগে উপজেলার চন্দ্রদ্বিপ ইউনিয়নের চর দিয়ারা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মাহবুব আলমের সঙ্গে বিয়ে হয় রাবেয়া খাতুনের। এরপর থেকে বিভিন্ন সময়ে মাহাবুব স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন। মেয়ের সুখের আশায় তার বাবা ২১ কড়া (স্থানীয় মাপের) জমি রেজিস্ট্রি করে দেন। কিছুদিন পর মাহবুব আবারও দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। এবার রাবেয়ার পরিবার ওই টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।
এ বিষয়ে ২৪ এপ্রিল (শনিবার) রাবেয়ার বাবা ও বড় ভাইসহ মাহাবুবের বাড়িতে গিয়ে স্থানীয়দের নিয়ে সালিশে করেন। বৈঠক চলাকালে মাহাবুব ও তার পরিবারের সদস্যরা রাবেয়াসহ আগতদের উপর হামলা চালায়। একপর্যায়ে ধারালো দা দিয়ে মাহাবুব স্ত্রীর বাম কান কেটে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
আরএইচ/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ২ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৩ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৪ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী
- ৫ ধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক