শপথ নিলেন সুজানগর পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা
পাবনার সুজানগর পৌরসভার নবনির্বাচিত মেয়র এবং সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা পরিষদের হল রুমে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে তাদের শপথবাক্য পাঠ করান রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. হুমায়ন কবীর।
সুজানগর পৌরসভার নবনির্বাচিত মেয়র, সাধারণ ওয়ার্ডের ৯ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের তিন জন কাউন্সিলর শপথ গ্রহণ করেন।
বিভাগীয় কমিশনার প্রথমে নবনির্বাচিত সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজার শপথবাক্য পাঠ করান। এরপর এ পৌরসভার সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর জাহানারা খাতুন, চাম্পা খাতুন ও লিপি খাতুন এবং শেষে ৯ জন সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল হাই, আব্দুর রহিম, জয়দুল হক জনি, আব্দুল্লাহ আল মামুন, রেজাউল মোল্লা, জাকির হোসেন, মুশফিকুর রহমান, পাশু সরদার ও হেলাল উদ্দিনকে শপথবাক্য পাঠ করান।
শপথবাক্য পাঠ করানোর পর নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে অভিনন্দন জানিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার। তিনি বলেন, ‘জনগণ আপনাদের সম্মান অর্জনের সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থেকে আপনাদের সে সম্মান ধরে রাখতে হবে। জনসেবা করতে হবে। জনগণের পাশে থেকে তাদের দুঃখ-কষ্ট বুঝতে হবে।’
শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, স্থানীয় সরকার পাবনার উপপরিচালক শাহেদ পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন তোফা, এসএম সামছুল আলম, আব্দুল হাই, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল জলিল বিশ্বাস প্রমুখ।
আমিন ইসলাম/এসজে/এমকেএইচ