ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সংকটে ধান কাটছিলেন কৃষক দম্পতি, এগিয়ে এলো ছাত্রলীগ

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২৮ এপ্রিল ২০২১

লকডাউন, শ্রমিক সংকট ও অর্থ সংকটে পড়েছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের পাথারপাড়া গ্রামের কৃষক মো. তজু। বুধবার (২৮ এপ্রিল) সকালে স্ত্রীকে নিয়ে শ্রীপুর উপজেলার মাওনা বাজারে পাথারপাড়া এলাকায় দুই বিঘা জমির ধান কাটা শুরু করেন।

এমন খবরে দরিদ্র কৃষক তজুর দুই বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে গাজীপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

dhan3

গাজীপুর জেলা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য নাছির মোড়লের নেতৃত্বে শ্রীপুর উপজেলা ছাত্রলীগ নেতা হৃদয় শেখ, পৌর ছাত্রলীগ নেতা শান্ত শেখ, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাকিল মিয়া, গাজীপুর জেলা ছাত্রলীগ নেতা মোস্তফা মনোয়ার রাতিন, জয় মোড়ল, মাহমুদুল হাসান দ্বীপ, তারেক, সোহান, টিপু, অংকুর ও শিপন ধান কাটায় অংশ নেন।

কৃষক তজু জানান, লকডাউন থাকায় জেলার বাইরের শ্রমিক প্রয়োজনের তুলনায় কম এসেছে। এদিকে ধান পেকে ক্ষেতেই ঝরে পরার উপক্রম। তাই বাধ্য হয়ে স্ত্রী শাহনাজ বেগমকে নিয়েই ধান কাটা শুরু করি।

dhan3

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী নাছির মোড়ল জানান, শ্রমিক সংকট ও অর্থের অভাবে কৃষক তজু তার স্ত্রীকে নিয়ে খেতের ধান কাটছেন। এমন সংবাদে ছাত্রলীগের প্রায় ৩০ জন নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তজুর দুই বিঘা খেতের ধান কেটে ঘরে তুলে দিয়েছি।

আরএইচ/এমএস