নিখোঁজের ৩ দিন পর নদীতে ভেসে উঠল স্কুলছাত্রের লাশ
পাবনার সাঁথিয়ায় নিখোঁজের তিন দিন পর শওকত ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে নদীতে। শুক্রবার (৩০ এপ্রিল) তার লাশ পাওয়া যায়।
এর আগে বুধবার (২৮ এপ্রিল) দুপুরে শওকত ইছামতি নদীর ব্রিজের পাশে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়।
তিনি গণেশপুর গ্রামের রজব আলীর ছেলে ও স্থানীয় কৃষ্ণপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহত শওকতের চাচা আবু হানিফ জানান, বুধবার দুপুরে শওকত ইছামতি নদীর ব্রিজের পাশে গোসল করতে যায়। তার সহপাঠীদের সঙ্গে ব্রিজের ওপর থেকে লাফিয়ে পানিতে পড়া ও ডুব খেলে। কিন্তু সবাই বাড়ি ফিরলেও সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি না ফেরায় পরিবারের সবাই তাকে খোঁজাখুঁজি করতে থাকে। স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করে না পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। ডুবুরি দল বৃহস্পতিবার (২৯ এপ্রিল) খুঁজে লাশ উদ্ধার করতে না পেরে চলে যায়। শুক্রবার সকাল ৭টার দিকে স্থানীয়রা ব্রিজের কাছে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, লাশটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আমিন ইসলাম/এসআর/জেআইএম