ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

তারাবি পড়তে গিয়ে নিখোঁজ, দু’দিন পর দলিল লেখকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০১:২৪ পিএম, ০১ মে ২০২১

বগুড়ায় নিখোঁজ হওয়ার দু’দিন পর মশিউর রহমান সোনা মিয়া (৩০) নামের এক দলিল লেখকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় বগুড়া সদরের বারপুর দক্ষিণপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোনা মিয়া বারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত নান্নু মিয়ার ছেলে। তিনি পেশায় দলিল লেখক ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সন্ধ্যার পর স্থানীয় মসজিদে তারাবিহ নামাজ পড়তে যান সোনা মিয়া। এসময় তিনি বাড়িতে মোবাইল ফোন রেখে যান। এরপর রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

শুক্রবার (৩০ এপ্রিল) দুপুরের পর সোনা মিয়ার স্ত্রী সোনিয়া আক্তার বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।

শনিবার সকালে সোনা মিয়ার বাড়ির পেছনেন ঈদগাহ মাঠ সংলগ্ন ধানক্ষেত থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা সোনা মিয়ার মরদেহ দেখতে পান। এরপর পুলিশে খবর দেয়া হলে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠান হয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

এসএমএম/এমএস