ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় ভেজাল ওষুধ রাখায় দুই প্রতিষ্ঠানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০২ মে ২০২১

বগুড়ায় ভেজাল ওষুধ রাখায় দুটি প্রতিষ্ঠানে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২ মে) দুপুরে শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান ও পাপিয়া সুলতানা এ আদেশ দেন।

jagonews24

আদালত সূত্র জানায়, অভিযানে নিউ সিটি ফার্মেসি ও রাশেদা ফার্মেসি নামে দুটি প্রতিষ্ঠান তাদের নিবন্ধন ও ওষুধের অনুমোদন সংক্রান্ত কাগজপত্র দেখাতে পারেনি। এ ছাড়া দোকান দুটিতে অনুমোদনবিহীন দেশী-বিদেশি ওষুধ পাওয়া যায়। এ ঘটনায় দুটি দোকানের মালিককে আট হাজার টাকা করে দণ্ড প্রদান করা হয়।

এ সময় জেলা ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম মোল্লা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএইচ/এমকেএইচ