বাঁশবাগানে মিলল অজ্ঞাত যুবকের মরদেহ
ফাইল ছবি
বগুড়ার শেরপুরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (১৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ মে) বিকেলে উপজেলার চকখানপুর এলাকার একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, দুপুরে স্থানীয়রা বাঁশবাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থল থেকে সেটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। তার পরনে নীল গেঞ্জি ও ছাই রঙয়ের জিন্সের প্যান্ট রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় অজ্ঞাত পরিচয়ের ওই যুবককে শ্বাসরোধ হত্যার পর মরদেহ ফেলে রাখা হয়। নিহতের নাম-পরিচয় ও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনাস্থলে ছুটে আসেন। তারা ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলে জানান।
আরএইচ/জিকেএস