ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় বৃদ্ধের জবাই করা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০১:৩২ পিএম, ০৩ মে ২০২১

বগুড়ায় মোখলেছুর রহমান (৬৫) নামের এক বৃদ্ধের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ মে) সকাল ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের উত্তর কৃষ্টপুর পোল্লারপাড়া গ্রামে সড়কের পাশে পাটক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোখলেছুর উপজেলার কীচকের তালপুকুরিয়া এলাকার মৃত আলিমুদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।

তিনি জানান, কী কারণে এ হত্যাকাণ্ড তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে ভোরে দুর্বৃত্তরা মোখলেছুর রহমানকে ঘটনাস্থলে জবাই করে হত্যা করেছে।

তিনি আরও জানান, হত্যার রহস্য উদঘাটনে সিআইডিসহ পুলিশের একাধিক টিম কাজ করছে।

এএইচ/জিকেএস