ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আনাস আর নেই

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ১১:৩২ এএম, ০৪ মে ২০২১

ময়মনসিংহের শম্ভুগঞ্জ ইউসি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আলহাজ আনাস আজগর তালুকদার আর নেই। মঙ্গলবার (৪ মে) ভোররাত ৩টা ৫৫ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

আনাস আজগর তালুকদার শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি একাধিকবার স্ট্রোক করেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী ও ছাত্র রেখে গেছেন।

শিক্ষকতার পাশাপাশি তিনি সুলতানা অটোরাইস মিলসহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক ছিলেন। স্থানীয়ভাবে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গেও তিনি জড়িত ছিলেন।

আনাস আজগর তালুকদারের গ্রামের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কামারিয়া ইউনিয়নের মোজাহারদি গ্রামে। তার বাবার নাম আলহাজ শাফিউদ্দিন সাবেরী তালুকদার।

মঙ্গলবার বাদ জোহর জানাজা শেষে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে স্ত্রীর কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

এমআরআর/জিকেএস