শোবার ঘরে মিলল মা গোখরাসহ ৩৮ ডিম
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের পুঁটিয়া গ্রামে শোবার ঘরে একটি গোখরা সাপসহ ৩৮টি ডিম পাওয়া গেছে। তবে সাপটিকে মেরে ফেলা হয় এবং ডিমগুলো নষ্ট করে ফেলা হয়।
বৃহস্পতিবার (৬ মে) দুপুর ২টার দিকে গ্রামের জালাল উদ্দিন তার ঘরে গোখরা সাপটি দেখেই লাঠি দিয়ে মেরে ফলেন। পরে ঘরের মেঝে খুঁড়ে পাওয়া যায় গোখরার ৩৮টি ডিম।
জালাল উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার দুপুরের দিকে ঘরের খাটের নিচে একটি সাপ দেখতে পাই। পরে আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের সহযোগিতায় সাপটি মেরে ফেলা হয়। এরপর মাটি খুঁড়ে ৩৮টি ডিম পায়।
স্থানীয়দের মতে, গোখরা বা কিং কোবরা সাপ সাধারণত ঘরের মেঝেতে মাটির নিচে ডিম পাড়ে। মা সাপটি ডিমের আশপাশেই অবস্থান করে।
আল মামুন সাগর/এসজে
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান