ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মোবাইল টাওয়ারের আইপিএস চোর প্রাইভেটকারসহ আটক

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৫:৪৩ এএম, ০৭ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রাইভেটকারসহ মো. মারুফ (৩৫) নামে মোবাইল কোম্পানির টাওয়ারের আইপিএস চোর চক্রের সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪।

বৃহস্পতিবার (৬ মে) রাতে গণমাধ্যমে পাঠানো র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক (অতিরিক্ত পুলিশ সুপার) রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আটক মারুফ ঢাকার মোহাম্মদপুরের মোহাম্মদিয়া হাউজিং এলাকার মো. বোরহানের ছেলে। এ সময় তার কাছ থেকে দুটি আইপিএস, একটি ল্যাপটপ, একটি প্রাইভেটকার, একটি কার চার্জার উদ্ধার করে জব্দ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক মারুফসহ চোর চক্রটি বিভিন্ন এলাকা থেকে মোবাইল কোম্পানির টাওয়ারের আইপিএস চুরি করেন। মারুফকে বুধবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সেতু টোল প্লাজা এলাকা থেকে আটক করার পর এই তথ্য জানা যায়।

এই ঘটনায় আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর