শ্রীপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থীর ফরম উত্তোলন
গাজীপুরের শ্রীপুর পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে সোমবার বিকেল পর্যন্ত সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ৫১ জন এবং সংরক্ষিত পদে ১২ জন ফরম কিনেছেন। শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মেয়র পদে ফরম কিনেছেন বর্তমান মেয়র ও গাজীপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিছুর রহমান আনিছ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. নজরুল ইসলাম, শ্রীপুর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও উপজেলা আওয়ামী লীগ নেতা মো. আহসান উল্লাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ, ইসলামী আন্দোলনের ফরহাদ আহম্মেদ মমতাজী, শ্রীপুর পৌর জাসদের সভাপতি মো. আবুল কাসেম ও একেএম সাখাওয়াত হোসেন খান।
শ্রীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, সোমবার বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে সাত ও কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে ৫১ জন সাধারণ কাউন্সিলর পদে এবং ১২ জন সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়ন ফরম কিনেছেন।
মো. আমিনুল ইসলাম/বিএ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান