ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়ির ঠিকানা জানে না শিশুটি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৩:৪৮ এএম, ০৮ মে ২০২১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. হামিম (৭) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মে) রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

শিশুটির বাবার নাম হাসান রানা। মায়ের নাম মিথিলা। বাবা-মা এবং নিজের নাম বলতে পারলেও বাড়ির ঠিকানা বলতে পারছে না শিশুটি।

সিদ্ধিরগঞ্জ থানা থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশুটিকে সানারপাড় এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় দেখতে পেয়ে ছফিউল্লাহ (৪০) নামের এক ব্যক্তি পুলিশে খবর দিলে তাকে উদ্ধার করা হয়।

থানা পুলিশের ফেসবুক পেজে শিশুটির ছবি প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ শিশুটিকে চিনে থাকলে ০১৩২০০৯০৪৩৪ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

এস কে শাওন/এসআর