চুয়াডাঙ্গায় করোনায় স্বামীর মৃত্যু, চিকিৎসাধীন স্ত্রী
ফাইল ছবি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় করোনায় আব্দুল করিম নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ মে) রাত সোয়া ১০টায় সদর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল করিম। তার স্ত্রীও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মৃত আব্দুল করিম উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের মৃত গোলাম কাদেরের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আব্দুল করিম করোনায় আক্রান্ত হয়ে গত ৫ মে হাসপাতালে ভর্তি হন। তার আগেই আব্দুল করিম ও তার স্ত্রীর নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ ফল আসে। শুক্রবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১০টায় আব্দুল করিম মারা যান। শনিবার (৮ মে) তার দাফন সম্পন্ন করা হবে।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. এস এম মারুফ হাসান বলেন, চুয়াডাঙ্গায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৭৩ জনে। জেলায় মোট সুস্থ হইয়েছেন এক হাজার ৭৫৯ জন। মৃত্যু হয়েছে ৫৮ জনের।
বর্তমানে জেলায় রোগীর সংখ্যা ৬১ জন। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৩৪ জন, আলমডাঙ্গায় পাঁচজন, দামুড়হুদায় ১৮ জন, জীবননগরে ১২ জন রয়েছেন।
সদর উপজেলার ৩৪ জনের মধ্যে বাড়িতে ২৬ জন, হাসপাতালে পাঁচজন, রেফার্ড রয়েছেন তিনজন, আলমডাঙ্গায় পাঁচজনের মধ্যে চারজন বাড়িতে ও একজন হাসপাতালে, দামুড়হুদায় ১৮ জনের সকলেই বাড়িতে, জীবননগরে ১২ জনের মধ্যে সকলেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
সালাউদ্দীন কাজল/এসএমএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ যশোরে যুবক খুন: সাবেক কাউন্সিলরসহ ৮ জনের বিরুদ্ধে মামলা
- ২ রাতের আঁধারে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ
- ৩ টানা ৪১ দিন জামায়াতে নামাজ আদায় করে বাইসাইকেল পেলো ৩৫ শিশু-কিশোর
- ৪ নিঃশর্ত ক্ষমা চেয়ে সেই চিকিৎসক বললেন ‘আমারও বেয়াদবি হয়েছে’
- ৫ ফরিদপুরে ক্যানসারের অস্ত্রোপচার করলেন ওটি বয়, হাসপাতাল সিলগালা