ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

২৫০ টাকার জন্য বন্ধুকে হত্যার ঘটনায় গ্রেফতার যুবক

লিপসন আহমেদ | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৪:১১ পিএম, ০৯ মে ২০২১

সুনামগঞ্জে ২৫০ টাকার জেরে বন্ধুকে হত্যা করা শাকিল মিয়াকে (২৩) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৯ মে) ভোরে শহরের বনানীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাকিল সদর উপজেলার বিরামপুর গ্রামের সালাউর মিয়ার ছেলে। বর্তমাসে তিনি শহরের বনানীপাড়া এলাকায় বসবাস করেন।

এর আগে শনিবার (৮ মে) রাতে এ ঘটনায় তার বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন নিহত শুকুর আলীর মা জাইরুন নেচ্ছ।

শাকিলের বিরুদ্ধে একাধিক চুরি ও নারী নির্যাতন মামলা আদালতে বিচারাধীন আছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।

ওসি বলেন, ‘শুকুর আলীকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছেন শাকিল মিয়া’।

প্রসঙ্গত, সুনামগঞ্জ পৌর শহরের ৮নং ওয়ার্ডের মল্লিকপুর এলাকার মৃত সেজুল মিয়ার ছেলে রিকশাচালক শুকুর ও শাকিল মিয়া একসময় একে অপরের বন্ধু ছিল। কিন্তু গত ছয়মাস আগে ২৫০ টাকা লেনদেন নিয়ে শুকুরের সঙ্গে শাকিলের দ্বন্দ্ব দেখা দেয়।

এর জেরে শনিবার সুনামগঞ্জ পৌরসভার সামনে ডি এস রোডে রিকশাচালক শুকুর আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান শাকিল মিয়া।

লিপসন আহমেদ/এসএমএম/এমএস