২৫০ টাকার জন্য বন্ধুকে হত্যা
সুনামগঞ্জে টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে আরেক বন্ধুর বিরুদ্ধে। শনিবার (৮ মে) দুপুরে সুনামগঞ্জ পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শুকুর আলী (২০)। তিনি পৌরসভার মল্লিকপুরের এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত সেজলু মিয়ার ছেলে। পেশায় তিনি রিকশা চালক। অন্যদিকে শাকিল মিয়া (২১) একই এলাকার বনানী পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্কুর আলী ও শাকিল মিয়া ভালো বন্ধু ছিলেন। গত ছয় মাস আগে শুক্কুরের কাছ থেকে ২৫০ টাকা ধার নেন শাকিল। এ নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। শনিবার দুপুরে রিকশা নিয়ে শুক্কুর পৌরসভার সামনে গেলে পেছন থেকে শাকিল তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত শাকিলকে গ্রেফতারে অভিযান চলছে।
লিপসন আহমেদ/আরএইচ/এএসএম