ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খনন করতে গিয়ে পুকুরে মিলল মানুষের কঙ্কাল

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৯ মে ২০২১

ফরিদপুরের সালথায় পুকুর খনন করতে গিয়ে মানুষের কঙ্কাল পাওয়া গেছে। রবিবার (৯ মে) দুপুরে উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে হোসেন শিকদারের পুকুর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব মোল্যা বলেন, ওই গ্রামের জীবন শিকদারের ছেলে হোসেন শিকদার বাড়ির পাশের পুকুরে খনন কাজ শুরু করেন। কিছুক্ষণ পর খননের সময় মাটির নিচ থেকে মানুষের হাড়-গোড়, মাথার খুলিসহ কঙ্কাল বেরিয়ে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।

এ প্রসঙ্গে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরএইচ/এমএস