নড়াইলে মুক্তিযোদ্ধা দিবস পালিত
নড়াইলে মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড নড়াইল ইউনিটের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কামান্ড ইউনিটের কমান্ডার এস এম গোলাম কবীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ।
এসময় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের ডেপুটি কমান্ডার অ্যাড. এস এ মতিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক জেলা কমান্ডার শরীফ হুমায়ুন কবীর, সাবেক ডেপুটি কমান্ডার সাইফুর রহমান হিলু, জেলা মুক্তিযোদ্ধা কামান্ড ইউনিটের দফতর সম্পাদক এস এম নুরুজ্জামান, জেলা মুক্তিযোদ্ধা কামান্ড ইউনিটের সহকারী কমান্ডার আব্দুর রহিম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।
হাফিজুল নিলু/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ২ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ৩ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৪ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৫ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি