শায়েস্তাগঞ্জে ৫১ জনের মনোনয়নপত্র সংগ্রহ
আসন্ন শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত ৩ আসনে মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
গত ৩দিনে হবিগঞ্জ সদর উপজেলা রির্টানিং অফিসার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান মেয়র বিএনপি দলীয় প্রার্থী পৌর বিএনপির সহ-সভাপতি ফরিদ আহমেদ অলি, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ দলীয় প্রার্থী মো. ছালেক মিয়া, পৌর যুবদলের সভাপতি হাজী আব্দুল মজিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা আতাউর রহমান মাসুক, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জালাল উদ্দিন রুমি, লন্ডন প্রবাসী রকিব আহমেদ।
রির্টানিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফাকুল হক চৌধুরী বলেন, মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন।
এখলাছুর রহমান খোকন/এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান
- ২ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ৩ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৪ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৫ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ