ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কিশোরের

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৯:১২ পিএম, ১২ মে ২০২১

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকের ধাক্কায় মোরছালিন (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ মে) বিকেলে বগুড়া-নওগাঁ মহাসড়কের উপজেলার সাহারপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহত মোরছালিন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের মৌকুড়ি গ্রামের জামাল হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, বিকেলে গোবিন্দপুর মোরছালিন মোটরসাইকেলে তার বন্ধু তানভীরকে নিয়ে সাহারপুকুর বাজার এলাকায় যাচ্ছিলেন। পথে সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমানের চাতালের কাছে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক পিছন থেকে তাদের সজোড়ে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তারা দুজনেই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সন্ধ্যায় সেখানে কর্তব্যরত চিকিৎসক মোরছালিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তানভীরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।’

ইএ/এমএস