ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টাঙ্গাইলে নাতির লাঠির আঘাতে দাদির মৃত্যু

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:২৬ পিএম, ১২ মে ২০২১

টাঙ্গাইলে নাতির লাঠির আঘাতে শরিফুন্নেছা (৬৬) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১২ মে) বিকেলে সখীপুর উপজেলার দেবলচালা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাজমুল ওই বৃদ্ধার ছেলের ঘরের নাতি। ঘটনার পরপরই নাজমুল বাড়ি থেকে পালিয়ে যান। নিহত শরিফুন্নেছা ওই এলাকার আবদুল বাছেদ মিয়ার স্ত্রী।

পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে নাজমুল ভ্যান চালিয়ে বাড়ি এসে দাদির সঙ্গে ঈদের কেনা-কাটা নিয়ে কথা কাটাকাটি করেন। এক পর্যায়ে তিনি দাদির মাথায় মোটা কাঠের টুকরা দিয়ে আঘাত করেন। এ সময় বৃদ্ধা শরিফুন্নেছা মাটিতে লুটিয়ে পড়েন। মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা মোস্তাফা কামাল বলেন, ‘আঘাতে নিহত বৃদ্ধার মাথার পেছন দিকের হাড় ফেটে মগজ বের হয়ে গেছে।’

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘বিকেল সাড়ে ৩টার দিকে নাতি নাজমুল ঈদের কেনাকাটার জন্য সখীপুর বাজারে যেতে চান। এ সময় তার দাদি নাজমুলের ফুপুকে সঙ্গে করে বাজারে নিয়ে যেতে বললে দাদি-নাতির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পাশে থাকা লাঠি দিয়ে দাদির মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনো মামলা করতে কেউ থানায় আসেনি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরিফ উর রহমান টগর/ইএ/জিকেএস