ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি | চুয়াডাঙ্গা | প্রকাশিত: ১২:৩৭ পিএম, ১৪ মে ২০২১

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মোটরসাইকেলে চড়ে ঈদের নামাজ পড়তে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা চাচাত ভাই রিফাত (১১) গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

শুক্রবার (১৪ মে) সকাল ৮টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর তেলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের পূর্বপাড়ার একরামুল হকের ছেলে ও লোকনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেন।

নিহতের স্বজনরা জানান, সকল ৮টার দিকে চাচাত ভাই রিফাতকে নিয়ে মোটরসাইকেলে করে ঈদের নামাজ পড়তে যাচ্ছিল হৃদয়। লোকনাথপুর তেল পাম্পের সামনে তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় দুজনেই মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে। এতে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। আর গুরুতর আহত হয় পেছনের সিটে বসে থাকা রিফাত।

খবর পেয়ে পরিবারের সদস্যরা হৃদয়ের মরদেহ বাড়িতে নিয়ে আসে এবং গুরুতর জখম রিফাতকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি ভর্তি করা হয়।

সালাউদ্দীন কাজল/এসএস/এমকেএইচ