ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঈদে চলাচল কমাতে বগুড়ায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৭ মে ২০২১

বগুড়ায় ঈদে চলাচল কমাতে সড়কে অভিযান চালিয়ে সাত লাখ ৬৪ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ট্রাফিক বিভাগ। এসময় মামলা করা হয় ১৯৪টি।

হিসাব অনুযায়ী, গড়ে প্রতিদিনে প্রায় ৯৭টি করে মামলা করা হয়েছে। এছাড়াও এসময় মোটরসাইকেল জব্দ করা হয়েছে ৪০টি।

জেলা ট্রাফিক বিভাগ জানায়, ঈদের পরের দুদিন শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা হয়েছে মোটরসাইকেল ও মাইক্রোবাসের বিরুদ্ধে।

বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও মিডিয়া মুখপাত্র) আলী আশরাফ ভূঁইয়া বলেন, ঈদে মানুষের চলাচল কমাতে ও দুর্ঘটনা এড়াতে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় যৌথ অভিযানের অংশ হিসেবে ট্রাফিক বিভাগ কঠোরভাবে আইন প্রয়োগ করেছে।

এসএমএম/এমকেএইচ