ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

দৌলতদিয়ায় গাড়ির চাপ থাকলেও নেই ভোগান্তি

জেলা প্রতিনিধি | রাজবাড়ী | প্রকাশিত: ০২:১৬ পিএম, ১৯ মে ২০২১

ঈদের ৬ষ্ঠ দিনে দৌলতদিয়া ফেরি ঘাটে ঢাকামুখি মানুষ ও ছোট গাড়ির চাপ থাকলেও নেই ভোগান্তি। তবে দূরপাল্লার গণপরিবহণ বন্ধ থাকায় ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

বুধবার (১৯ মে) দুপুর ১২টার দিকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এমন চিত্র দেখা যায়।

jagonews24

এদিকে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পর্যাপ্ত ফেরি চলাচল করায় ভোগান্তি বা দীর্ঘ অপেক্ষা ছাড়াই নদী পার হচ্ছেন যাত্রীরা।

অপরদিকে, দূরপাল্লার গণপরিবহন বন্ধ থাকায় মাইক্রোবাস, প্রাইভেটকার, ট্রাক, মাহেন্দ্রা, অটোরিকশা, মোটরসাইকেলে ভেঙে ভেঙে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের ঘাটে আসদে দেখা গেছে।

jagonews24

এ সময় স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে যাত্রীরা যানবাহন ও ফেরিতে ওঠা-নামা করছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, নেই সামাজিক দূরত্বও।

jagonews24

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফিরোজ খান জানান, ঘাটে যাত্রী ও ছোট গাড়ির চাপ থাকলেও স্বাভাবিকভাবে পারাপার হচ্ছে। এরুটে ছোট বড় মিলে ১৬ টি ফেরি চলাচল করছে।

রুবেলুর রহমান/এএইচ/জেআইএম