ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি | সুনামগঞ্জ | প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১৯ মে ২০২১

সুনামগঞ্জের ছাতক উপজেলায় প্রথমাচর গ্রামে বজ্রপাতে সুজন মিয়া (৩২) নামের এক যুবক মারা গেছেন।

বুধবার (১৯ মে) বিকেল ৩টার দিকে ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের প্রথমাচর গ্রামের হাওরে এ ঘটনা ঘটে।

নিহত যুবক চরমহল্লা ইউনিয়নের প্রথমাচর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুজন হাওরে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে সংসার চালান। প্রতিদিনের মতো গ্রামের পাশের হাওরে আজও মাছ ধরতে যান। মাছ ধরার সময় প্রচণ্ড বৃষ্টিপাত ও বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

লিপসন আহমেদ/এসআর/এএসএম