ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে হত্যাসহ ১১ মামলার আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:৩৪ এএম, ২২ মে ২০২১

নোয়াখালীর চাটখিল উপজেলায় হত্যাসহ ১১ মামলার আসামি মিজানুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ মে) সন্ধ্যা ৬টায় উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তের বাগ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুর রহমান উপজেলার খিলপাড়া ইউনিয়নের দত্তের বাগ গ্রামের চান মিয়া বেপারী বাড়ির আবুল কালামের ছেলে।

পুলিশ জানায়, তিনি ছয়টি ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মিজানুর রহমান দত্তের বাগ গ্রামে অবস্থান করছে। শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।

ওসি আনোয়ারুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে হত্যাসহ ডাকাতির মামলা রয়েছে। শনিবার (২২ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এসএমএম/এমএস