ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নিখোঁজের চারদিন পর ধানক্ষেতে মিলল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ০১:২০ পিএম, ২৩ মে ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের চারদিন পর আব্দুর রহমান (৩৬) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ মে) উপজেলার চর বেলতৈল এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান ওই গ্রামের শামসুর রহমানের ছেলে।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান বলেন, ওই গ্রামের একটি ধানক্ষেতে অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠায়।

তিনি আরও বলেন, নিহত যুবক বিগত চার দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২০ মে) নিহতদের ভাই শাহজাহান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ইউসুফ দেওয়ান রাজু/আরএইচ/জেআইএম