নওগাঁয় ব্যক্তি উদ্যোগে দুুই হাজার বৃক্ষরোপণ
নওগাঁ পৌরসভা এলাকায় রাস্তার দুই পাশে শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। রোববার (২৩ মে) বেলা ১১টায় শহরের কেডির মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ জেলা ও দায়রা জজ একেএম শহীদুল ইসলাম।
দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল। তিনি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং সুশাসনের জন্য জনগণের (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সুুজন নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন, কাউন্সিলর আসাদুজ্জামান সাগর, মাওলানা ক্বারি রমজান হোসেন, মানবাধিকার কমিশন নওগাঁর সহ-সভাপতি নুরনাহার সুশমা সাথী, স্কুলশিক্ষিকা সোহেলী নাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহমুদুন নবী বেলাল বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ এবং রাস্তার শোভাবর্ধনে কৃষ্ণচূড়া, আম, জামসহ ফলদ ও ভেষজ প্রায় দুই হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে ২০১৭ সালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সান্তাহার বশিপুর থেকে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত এক লাখ তালের বীজ রোপণ করেন বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল। একই বছর মান্দার ফেরিঘাট থেকে নিয়ামতপুর সড়কের গাবতলী পর্যন্ত পাঁচ হাজার ৫০০ তালবীজ রোপণ করেন। যা এখন ৩-৪ ফুট উঁচু হয়ে দৃশ্যমান।
তৃতীয় ধাপে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের নওহাটা মোড় থেকে রানীপুকুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী প্রায় ১০ হাজার গাছের চারা লাগানো হয়।
আব্বাস আলী/এসআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ
- ২ প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাটের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার
- ৩ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌসের অকাল মৃত্যু, প্রশাসনে শোকের ছায়া
- ৪ পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৭৯ জনের নামে মামলা
- ৫ রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫