বজ্রপাতে কুতুবদিয়ায় লবণচাষি ও মাতারবাড়িতে শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি।
কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীতে বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মে) সন্ধ্যায় কুতুবদিয়ার লেমশীখালী ও মহেশখালীর মাতারবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুতুবদিয়া উপজেলার লেমশীখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বশির উল্লাহ সিকদার পাড়ার মৃত আবদুল জলিলের ছেলে লবণচাষি মো. আবদুর রহমান (৬৫) ও মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিক মো. জিলানী (২৭)।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত আবদুর রহমান বাড়ির পাশে লবণের মাঠে কাজ করছিলেন। এসময় ঝড়ো হাওয়া শুরু হলে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, একইদিন সন্ধ্যায় মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের জেটিতে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে মোহাম্মদ জিলানী নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলায়।
বিদ্যুৎকেন্দ্রের সংশ্লিষ্টরা জানান, নিহত জিলানী পস্কোর সিভিল ডিপার্টমেন্টে সাধারণ ওয়ার্কার হিসেবে টেকনিশিয়ানের কাজ করতেন।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বজ্রপাতে দু’জনের মৃত্যুর খবর জেনেছেন বলে জানান।
সায়ীদ আলমগীর/এএএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৭ বছর আ’লীগ আমার অনেক ক্ষতি করলেও কোনো দুর্নীতি পায়নি
- ২ বাগেরহাটে থাকতে ৫ লাখ ‘ঘুস’ দাবি, জেলার বললেন ‘সম্পূর্ণ মিথ্যা’
- ৩ জামায়াত আমির বেপর্দা নারীদের পাশে বসিয়ে সেলফি তোলেন: চরমোনাই পীর
- ৪ আমরা ৫৪ বছরের ব্যর্থ শাসকদের লাল কার্ড দেখাবো: গোলাম পরওয়ার
- ৫ কুমিল্লায় জামায়াত আমিরের আগমন উপলক্ষে স্বাগত মিছিল