ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুত বরগুনার ৬৪০ আশ্রয়কেন্দ্র

জেলা প্রতিনিধি | বরগুনা | প্রকাশিত: ০২:০০ পিএম, ২৪ মে ২০২১

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় বরগুনায় প্রস্তুত করা হয়েছে ৬৪০টি আশ্রয়কেন্দ্র। এছাড়া জেলার ছয়টি উপজেলায় একটি করে মেডিকেল টিম গঠন করা হয়েছে।

রোববার (২৩ মে) রাত ১০টার পর থেকে জেলায় ঝড়ো হাওয়ার সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে।

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, বুধবার (২৬ মে) সকাল থেকে ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একাধিক জেলায়। ঘূর্ণিঝড় স্থলভাগে আছড়ে পড়ার সময় তার গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫-১৮৫ কিলোমিটার।

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বরগুনা জেলা প্রশাসন। দুর্যোগের সময় মানুষকে নিরাপদ আশ্রয় দিতে জেলায় ৬৪০টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে বরগুনার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া জেলায় খোলা হয়েছে তিনটি কন্ট্রোল রুম।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বরগুনা কার্যালয় থেকে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। সম্ভাব্য ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত বাঁধ জরুরি মেরামতের জন্য এ কন্ট্রোল রুম খোলা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ মোকাবেলায় নগদ এক কোটি ৩১ লাখ টাকা মজুদ রয়েছে। আর খাদ্য সহায়তা হিসেবে ৩৫৮ মেট্রিক টন চাল মজুত আছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বরগুনা ইউনিটির সহকারী পরিচালক মাহবুবুর রহমান মিলন বলেন, দুর্যোগ মোকাবিলায় ২০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। পাশাপাশি আশ্রয়কেন্দ্রগুলোতে স্বাস্থ্য সুরক্ষার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। বন্যা মোকাবিলাও প্রস্তুত রয়েছি আমরা।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আমরা জেলা পযায়ের দুর্যোগ প্রস্তুতি টিমের সঙ্গে সভা করেছি। দুর্যোগের সময় মানুষকে নিরাপদ রাখতে জেলায় ৬৪০টি আশ্রয়কেন্দ্র ও ছয়টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার মজুদ রাখা হয়েছে। ঝড় যদি আমাদের উপকূলে আঘাত হানে, তা মোকাবেলা করতে সক্ষম হব বলে আশা করছি।

এসএমএম/জেআইএম