ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিস্কুটের কার্টনে মিলল দেড় লাখ ইয়াবা, দুই যুবক আটক

জেলা প্রতিনিধি | কক্সবাজার | প্রকাশিত: ০৬:১৭ পিএম, ২৪ মে ২০২১

কক্সবাজারে দেড় লাখ ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ মে) কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর পানেরছরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে মো. আমিন ও উখিয়ার কড়ইবনিয়া এলাকার রশীদ আহমদের ছেলে আবুল হাশেম।

পুলিশ সুপার মো. হাসানুজ্জামান সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা পাচারের খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বিস্কুটের কার্টনে ভরা দেড় লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, কক্সবাজার অঞ্চলে মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস