রাজবাড়ীতে ভুয়া চিকিৎসকের এক বছরের কারাদণ্ড
রাজবাড়ীর কালুখালীতে ভুয়া ডিগ্রি ও পদবী ব্যবহার করায় রণজিৎ সরকার (৫৫) নামের হোমিও চিকিৎসককে এক বছরের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ মে) বিকালে শহরের দয়াল হোমিও সদনে অভিযান চালিয়ে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান।
আদালত সূত্র জানায়, উপজেলার বাংলাদেশ হাটে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভুয়া ডিগ্রি ও পদবী ব্যবহার করায় দয়াল হোমিও সদনের মালিক রণজিৎ সরকারকে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনে এক বছরের কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নুজহাত মৌ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামাণিক, কালুখালী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রুবেলুর রহমান/আরএইচ/এমকেএইচ
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’