ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে ইউপি সদস্যের বাড়িতে হামলা

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৪ মে ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরকাঁকড়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) মো. জামাল উদ্দিনের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (২৪ মে) সন্ধ্যায় ওই ওয়ার্ডের মুজাফফর ঘাট মাঝি বাড়ি ওরফে জামাল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

জামাল উদ্দিন চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অনুসারী।

জামাল উদ্দিন অভিযোগ করেন, সন্ধ্যায় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী নাজিম উদ্দিন বাদলের নেতৃত্বে কাঞ্চন, সালাউদ্দিন, সুজন বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে গ্লাস ভাঙচুর করে বাড়ির সামনে খড়ের গাদায় আগুন ধরিয়ে দেন। এ সময় বাড়িতে থাকা নারীদের মারধর করেন হামলাকারীরা।

এ বিষয়ে নাজিম উদ্দিন বাদল বলেন, আমি চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী। আমাকে হেয় করার জন্য এ ধরনের অভিযোগ করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ইউপি সদস্যের বাড়িতে হামলার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরএইচ/এমএস