শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু
চাঁদপুরের কচুয়া উপজেলায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে আনোয়ার হোসেন (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার রাত ৮টায় ১২নং আশরাফপুর ইউনিয়নের পনশাহী গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি পানশাহী গ্রামের প্রবাসী রফিকুল ইসলামের বড় মেয়ের জামাই এবং ৩নং বিতারা ইউনিয়নের মেঘদাই গ্রামের সাদেক আলীর ছেলে।
তিনি একজন ব্যবসায়ী এবং কচুয়া প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম সুমনের বড় ভাই। স্থানীয় মেঘদাই বাজারে তার নিজস্ব দোকান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায় গত শুক্রবার। সোমবার রাত সাড়ে ৮টায় জমিতে পানি সেচের লাইন ঠিক আছে কিনা তা দেখতে গেলে সেখানেই বজ্রপাতের শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
জানা গেছে, ২০১৫ সালে তাদের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২ বছরের একটি মেয়ে সন্তান রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে মৃত্যুর খবরটি জানতে পেরেছি। পুলিশ সদস্যরা এখন ঘটনাস্থল পরিদর্শনে আছেন।
নজরুল ইসলাম আতিক/এমআরএম