কক্সবাজারে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ মে) রাত সাড়ে আটটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জোয়ারিয়ানালা বাজারের দক্ষিণ মোড়ে বিকেএসপির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস এলাকার আশেক আহমদের ছেলে জুবাইদ (২৭) ও আব্দুর রশিদের ছেলে রিদওয়ান (৩০)। তারা সম্পর্কে ভাগিনা।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রামু থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানায়, রাত সাড়ে আটটার দিকে জোয়ারিয়ানালা বিকেএসপি সংলগ্ন এলাকায় মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিদুয়ান নিহত হন।
স্থানীয়রা জুবাইরকে উদ্ধার করে রামু হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে তুলাতুলি হাইওয়ে পুলিশ ও রামু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ গুলো উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এমআরএম