ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অবশেষে সঠিক নামে পাসপোর্ট পাচ্ছেন সেই হারুন

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৫ মে ২০২১

অবশেষে নিজের সঠিক নাম-ঠিকানা সম্বলিত পাসপোর্ট পাচ্ছেন নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে সেই ইলেকট্রিক মিস্ত্রি মো. হারুনুর রশিদ।

সোমবার (২৪ মে) সন্ধ্যায় নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক মাহের উদ্দিন শেখ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জাগো নিউজে সংবাদ প্রকাশ হওয়ার পর চাটখিলের ভুল ঠিকানার পাসপোর্টধারী মো. হারুনুর রশিদকে আজ (সোমবার) অফিসে ডেকে আনা হয়েছে।

উপ-পরিচালক আরও বলেন, ওই ব্যক্তির পাসপোর্টটি জমা নিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আশাকরি আগামী বৃহস্পতিবারের (২৭ মে) মধ্যে হারুনকে সংশোধিত এমআরপি পাসপোর্ট সরবরাহ করা হবে।

এর আগে মো. হারুনুর রশিদের পাসপোর্টের দুই পাতায় দুই ব্যক্তির নাম-ঠিকানা থাকায় তিনি দুবাই যাওয়ার ভিসা ও বিমানের টিকিট কিনেও গত ১০ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ফেরত আসেন।

jagonews24

এনিয়ে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজে গত ২১ মে (শুক্রবার) ‘পাসপোর্ট অফিসের ভুলে যাওয়া হলো না দুবাই, ঋণের বোঝা টানছেন হারুন’ শীর্ষক সংবাদ প্রকাশ হলে সংশ্লিষ্ট দফতরের টনক নড়ে।

এদিকে সোমবার বিকেলে নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বেরিয়ে মো. হারুনুর রশিদ জানান, আজ আমি অত্যন্ত খুশি। জাগো নিউজে আমার সংবাদটি প্রকাশ হওয়ার পর আজ পাসপোর্ট অফিসের উপ-পরিচালক আমাকে ডেকে পাসপোর্টটি জমা নিয়েছেন। এক সপ্তাহের মধ্যে আমার নামের সঠিক পাসপোর্ট দিবেন বলেও জানিয়েছেন।

প্রসঙ্গত, বিদেশ গিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে গিয়ে পাসপোর্ট অফিসের একটি খামখেয়ালি ও ভুলের কারণে বিদেশ যেতে না পেরে ধার-দেনায় জর্জরিত হয়ে পড়েন নোয়াখালীর চাটখিলের দরিদ্র ইলেকট্রিক মিস্ত্রি মো. হারুনুর রশিদ।

আরএইচ/এমএস