ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ২৫ মে ২০২১

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে পানিতে ডুবে শেফা আক্তার নামে আট বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) বিকেল ৪টার দিকে শহরের গোকর্ণঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেফা আক্তার উপজেলার পুনিয়াউট এলাকার কাসেম মিয়ার মেয়ে। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা যায়, অসুস্থ থাকায় নানুকে দেখতে গতকাল সোমবার তার মায়ের সঙ্গে নানা বাড়ি গোকর্ণঘাট যায় শেফা। মঙ্গলবার দুপুরে অন্য শিশুদের সঙ্গে উত্তর হাটির পুকুরে গোসল করতে গিয়েছিল। কিন্তু কিছু সময় পর শেফাকে দেখতে না পেয়ে সবাই পুকুরে শিফাকে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুজির পর পুকুর থেকে শেফাকে উদ্ধার করেন স্বজনেরা।

শেফাকে মুমূর্ষু অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাইজুর রহমান ফয়েজ জানান, শেফাকে হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়। ফুসফুসে পানি ও পেটে পানি জমার কারণে শ্বাসরুদ্ধ হয়ে শিশুটি মারা গেছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, পানিতে ডুবে শিশু মারা গেছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে পরবর্তীতে জানানো হবে।

আবুল হাসনাত মো. রাফি/জেএইচ/এমএস