ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কোম্পানীগঞ্জে দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৯:১৯ এএম, ২৭ মে ২০২১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক দুই নেতাকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ উঠেছে পৌর মেয়র কাদের মির্জার অনুসারীদের বিরুদ্ধে।

বুধবার (২৬ মে) রাত ১০টার দিকে বসুরহাট পৌরসভার রূপালী চত্বরে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।

আহত সাবেক দুই ছাত্রলীগ নেতা হলেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদলের অনুসারী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দল হক কচি (৪২) ও সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিটন (৪৫)।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ীরা জানান, রাত ১০টার দিকে বসুরহাট রূপালী চত্বরের দিক থেকে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে ফার্মেসি ভাঙচুর ও কুপিয়ে ওই দুজনকে আহত করে। ভাঙচুরে গ্লাস ভেঙে দোকান মালিকও আহত হন। পরে হামলাকারীরা পৌর ভবনের দিকে চলে যায়।

সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অভিযোগ, ‘বুধবার (২৬ মে) বিকেলে আবদুল কাদের মির্জা চরহাজারী ইউনিয়নের একটি চা-চক্র অনুষ্ঠানে তিনি উস্কানিমূলক বক্তব্য দেন। পরে রাতে কাদের মির্জার নির্দেশে তার ঘনিষ্ঠ সহযোগী কেচ্ছা রাসেল, খান সাহাব, শিপন, ফখরুল, ওয়াসিম, রাজুসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা গুপ্ত হামলা চালিয়ে এ ঘটনা ঘটায়।’

তবে এ বিষয়ে কাদের মির্জাকে বার বার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ‘ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।’

এসজে/এএসএম