ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে গোসল করতে নদীতে নেমে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৪:৩৯ এএম, ২৮ মে ২০২১

চাঁদপুরের হাজীগঞ্জে গোসল করতে নদীতে নেমে আব্দুল করিম (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে পৌর এলাকার ৮নং ওয়ার্ডের টোরাগ্রামের সংলগ্ন ডাকাতিয়া নদীতে এ ঘটনা ঘটে। টোরাগ্রামের মৃত দাইমুদ্দিনের ছেলে আব্দুল করিম।

তার বোন আইরিন ও শাহিন জানান, করিম প্রতিদিনের মতো বৃহস্পতিবার ডাকাতিয়া নদীতে গোসল করতে যান। এরপর নদীর উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে সাঁতরে যাওয়ার সময় মাঝখানে ডুবে যান তিনি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছায় হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ। ফায়ার সার্ভিসের তিন সদস্যের ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার তার মরদেহ উদ্ধার করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হারুনুর রশিদ জানান, প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছেন, মানসিক রোগী ছিলেন করিম। তার পরিবার মামলা করলে আমরা আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নজরুল ইসলাম আতিক/এমএসএইচ