নওগাঁ কারাগারে কয়েদির মৃত্যু
নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে দুলাল হোসেন (৬০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মে) ভোরে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত দুলাল হোসেন সাপাহার উপজেলার বাসিন্দা।
নওগাঁ জেল সুপার ফারুক আহম্মেদ বলেন, পারিবারিক ঝামেলায় স্ত্রী সাখেরা বিবির করা মামলায় দুলাল হোসেনের তিনমাসের সাজা হয়। গত ১৫ মার্চ সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আসেন দুলাল হোসেন।
বৃহস্পতিবার (২৭মে) রাতের খাবার খেয়ে তিনি ঘুমিয়ে পড়েন। রাত ৩টার দিকে তাহাজ্জুদ নামাজ পড়েন। ঘুমানোর কিছুপর তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব এবং ঘামছিলেন। এরপর ভোর ৪টার দিকে নওগাঁ সদর হাসপাতালে তাকে নেয়া হয়। ভোর ৪টা ১৫মিনিটে হাসপাতালে ভর্তির কিছু পরই মারা যান তিনি।
তিনি আরও বলেন, মরদেহের সুরতহাল করে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আব্বাস আলী/এএইচ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর বাসভবনে বিস্ফোরণের অভিযোগ
- ২ প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাটের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার
- ৩ বাঞ্ছারামপুরের ইউএনও ফেরদৌসের অকাল মৃত্যু, প্রশাসনে শোকের ছায়া
- ৪ পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৭৯ জনের নামে মামলা
- ৫ রংপুরে রেকটিফাইড স্পিরিট পানে মৃতের সংখ্যা বেড়ে ৫