ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ধামইরহাটে পানিতে ডুবে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি | নওগাঁ | প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২৮ মে ২০২১

নওগাঁর ধামইরহাটে পানিতে পড়ে আবু রায়হান (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৮ মে) দুপুরে উপজেলার জাহানপুর ইউনিয়নের বড় শিবপুর কাঁঠালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আবু রায়হান গ্রামের ওই গ্রামের গোলাম হোসেনের ছেলে।

জানা গেছে, আবু রায়হানের বাড়ির কিছুদূরে একটি খাল আছে। বৃষ্টিতে খালে পানি জমেছে। শুক্রবার দুপুরে ওই খাল পার হওয়ার সময় পানিতে পড়ে যায়। আবু রায়হান মানসিক ও মৃগী রোগি হওয়ায় পানিতে পড়ে ঘটনাস্থলে মারা যায়। পরবর্তীতে এলাকাবাসী তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কোনো অভিযোগ না থাকায় দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আব্বাস আলী/এএইচ/এএসএম