অস্ত্রসহ চার অস্ত্র বিক্রেতা আটক
চট্টগ্রামে চার অস্ত্র বিক্রেতাকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার দুপুরে জেলার রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচু বাগান থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, একটি ওয়ান শ্যুটারগান, দুটি রাইফেল ও বেশ কিছু গোলাবারুদ।
আটক চারজনের মধ্যে টাক্কুইল্যা ও ভুট্টো নামে দু’জন চিহ্নিত অস্ত্র বিক্রেতা আছে।
র্যাবের চট্টগ্রাম জোনের অধিনায়ক লে.কর্নেল মিফতা উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অস্ত্র কেনাবেচার সময় চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া অভিযানের সময় ওমর নামে একজন মূল অস্ত্র ব্যবসায়ী র্যাবের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
জীবন মুছা/এসএইচএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ মনোনয়ন না পাওয়া দুই নেতার সমর্থকদের
- ২ খুলনায় বিএনপির দলীয় মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে গণমিছিল
- ৩ ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি
- ৪ মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ
- ৫ তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল শুরু