ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি | চাঁদপুর | প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৯ মে ২০২১

চাঁদপুরে ট্রেনের ধাক্কায় জেলা ছাত্রলীগের সদস্য হাসান রুবেল শেখ (২৮) নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) দুপরে চাঁদপুর-লাকসাম রেল সড়কের মুন্সিবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল শেখ শহরের শেকেরহাট এলাকার বাচ্চু শেখের ছেলে। এ সময় রাজন খান নামের জেলা ছাত্রলীগের আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে হাসান রুবেলের মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে রুবেল ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত রাজন খান সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

চাঁদপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন পাঠান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নজরুল ইসলাম আতিক/আরএইচ/জিকেএস