ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ৩০ মে ২০২১

বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে তানজিল আলম (১৪) নামের এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। শনিবার (২৯ মে) রাতে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের গোকর্ণ চান্দইর গ্রামে এ ঘটনা ঘটে।

তানজিল আলম একই গ্রামের আবু তাহেরের ছেলে ও স্থানীয় শরিফ খাঁ দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে কিশোর তানজিল বৈদ্যুতিক সুইচে হাত দিলে অসাবধানবশত বিদ্যুতায়ীত মারা যান। কোনো অভিযোগ না থাকায় পরিবারকে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এসএমএম/এমএস