ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সাবেক এমপির বাড়ির সীমানা প্রাচীর ধসে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ০১ জুন ২০২১

লক্ষ্মীপুরের রামগতিতে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের গ্রামের বাড়ির সীমানা প্রাচীরের দেয়াল ধসে আবু তাহের (৬৮) নামে এক বৃদ্ধ মারা গেছেন। এ সময় বেলাল হোসেন নামে আরও এক বৃদ্ধ আহত হন।

মঙ্গলবার (১ জুন) দুপুরে উপজেলার বড়খেরি ইউনিয়নের বড়খেরি গ্রামে এ ঘটনা ঘটে। নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত আবু তাহের ও আহত বেলাল হোসেন বড়খেরি গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আবু তাহের ও বেলাল একসঙ্গে বাড়ির দিকে যাচ্ছিলেন। লক্ষ্মীপুর-৪ আসনের সাবেক এমপি আবদুল্লাহ আল মামুনের বাড়ির সামনে দিয়ে তাদেরকে বাড়ি যেতে হয়। ঘটনাস্থল পৌঁছলে হঠাৎ সীমানা প্রাচীরের দেয়ালটি ধসে তাদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তাহের মারা যান। আহত অবস্থায় বেলালকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, ‘সীমানা প্রাচীরের দেয়াল ধসে বৃদ্ধ তাহেরের মৃত্যু হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের ভিত্তিতে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।’

কাজল কায়েস/এসজে/এমকেএইচ