নওগাঁয় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর
ফাইল ছবি
নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২ জুন) নিয়ামতপুরের মন্দাকান্দা ও মান্দার আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার উষ্টিপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মিনহাজুল (৪৮) ও রাজশাহীর তানোর উপজেলার রায়চাঁনপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে বকুল হোসেন (২৫)।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবি বলেন, বিকেলে উপজেলার নিমদীঘি বাজার থেকে মিনহাজুল একই এলাকার শাহিন আলমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। পথে মন্দাকান্দা নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মিনহাজ ও শাহিন আলম। স্থানীয়রা তাদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিনহাজকে মৃত ঘোষণা করেন। আলমের অবস্থার অবনতি হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অপরদিকে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনা বলেন, বকুল হোসেন গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্বশুর বাড়ি মান্দা উপজেলার তেঁতুলিয়া গ্রামে যাচ্ছিলেন। পথে দুপুর ২টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল পেট্রোল পাম্প এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই বকুল মারা যান।
আব্বাস আলী/আরএইচ/এএসএম